স্থানীয় সময় রোববার (৯ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
"আমি সঠিক সময়ে পুতিনের সঙ্গে দেখা করব।"
এর আগে, ২০ জানুয়ারি শপথগ্রহণের আগে বা পরে পুতিনের সঙ্গে তার কোনও ফোনালাপ হয়েছে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন,
"আমি (ফোনালাপ) করেছি। ধরে নিন, আমি করেছি। এবং আরও কথোপকথন আশা করি।"
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জোর দিয়ে বলেন,
"আমাদের সেই যুদ্ধের অবসান ঘটাতে হবে। শীঘ্রই এটি শেষ করতে হবে।"
এ সময় এক সাংবাদিক মন্তব্য করেন, "যদি আপনি পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়টি স্পষ্ট না করেন, তাহলে সবাই ধরে নেবে যে আপনি নিয়মিত তার সঙ্গে কথা বলছেন।"
এর উত্তরে ট্রাম্প বলেন,
"ঠিক আছে, তারা ধরে নিতে পারেন। এটা যুক্তিসঙ্গত। তবে আমি এ সম্পর্কে বিস্তারিত বলতে চাই না। যদি আমরা কথা বলি, আমি আপনাদের কথোপকথন সম্পর্কে কিছু বলতে চাই না। এটি খুব শিগগিরই হবে। আমি বিশ্বাস করি যে, আমরা অগ্রগতি করছি।"
এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে যে,
ট্রাম্প ইউক্রেন সংঘাত অবসানের আলোচনার জন্য পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন,
"আমি দুই নেতার মধ্যে যোগাযোগের খবর নিশ্চিত বা অস্বীকার—কোনোটাই করতে পারব না।"
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং তার সম্ভাব্য কূটনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে নতুন আলোচনা উসকে দিয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.