মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) নিউ অরল্যান্সে যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।
ট্রাম্প জানান, সোমবার হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে নতুন শুল্কারোপের ঘোষণা দেওয়া হবে। তিনি আরও বলেন, "যেসব দেশ আমাদের ওপর শুল্ক আরোপ করবে, আমরাও তাদের ওপর পাল্টা শুল্ক বসাব। সহজ কথায়, এভাবেই আমরা বাণিজ্যে সমতা আনতে চাই।"
মার্কিন সরকার ও আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ধাতবপণ্য আমদানি করে কানাডা থেকে। অন্যান্য শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম।
২০২৪ সালের প্রথম ১১ মাসে যুক্তরাষ্ট্রের অ্যালুমিনিয়াম আমদানির ৭৯% এসেছে কানাডা থেকে। ফলে নতুন করে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫% শুল্ক বসানো হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে কানাডা ও মেক্সিকো।
কানাডার উদ্ভাবনবিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, "কানাডার ইস্পাত ও অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, জাহাজ নির্মাণ ও অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা আমাদের শিল্প ও কর্মীদের স্বার্থ রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নেব।"
এর আগে ট্রাম্প প্রশাসন কানাডা ও মেক্সিকোর বিভিন্ন পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল, তবে পরবর্তীতে তা স্থগিত করা হয়। মেক্সিকোকে শর্ত দেওয়া হয়েছিল, তাদের সীমান্তে মাদক চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে মেক্সিকো ১০,০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করে, যার ফলে তাদের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে, নতুন করে এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কের টানাপোড়েন আরও বাড়তে পারে এবং বেশ কয়েকটি দেশ প্রতিক্রিয়া হিসেবে পাল্টা শুল্ক আরোপ করতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.