সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। ইতোমধ্যে সাড়ে ৮ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ২১ হাজার ৪৭৭ জন প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে—
এছাড়া, ১,৩১৬ জনকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়। তাদের মধ্যে ৫৮% ইথিওপীয়ান, ৪০% ইয়েমেনি, এবং বাকি ২% অন্যান্য দেশের নাগরিক।
অন্যদিকে, ৭৭ জন প্রবাসীকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় গ্রেফতার করা হয়েছে।
অবৈধ অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।বর্তমানে ২৮,৬৬১ জন আটককৃতকে নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ২,৯১৯ জনের প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।
সৌদি আরবে বর্তমানে ৩৭,১২০ জন অবৈধ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান, যার মধ্যে ৩৩,৫৪৭ জন পুরুষ এবং ৩,৫৭৩ জন নারী রয়েছেন।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্কতা জারি করছে।
সৌদি আরবের জনসংখ্যা প্রায় ৩ কোটি ৪৮ লাখ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লক্ষাধিক অভিবাসী শ্রমিক কাজ করেন। দেশটির স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত ধরপাকড় অভিযানের খবর প্রকাশ করে আসছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.