সারা দেশে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হাজার ৩০৮ জনকে গ্রেফতার করেছে।
রোববার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
সূত্রের তথ্যমতে, গত রাত থেকে আজ দুপুর পর্যন্ত মোট ১,৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় গ্রেফতার হয়েছেন ২৭৪ জন এবং বিভিন্ন রেঞ্জে গ্রেফতার হয়েছেন এক হাজার ৩৪ জন।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয়।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.