বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। হামলার ঘটনার তিন দিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছিল দেশটির পুলিশ, এবং অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপও মিলে গিয়েছে। তবে বিতর্ক থামেনি। নানা তথ্য উঠে আসতে শুরু করে এবং এমন প্রশ্নও উঠছে, আদৌ সাইফের ওপর কোনো হামলা হয়েছিল কিনা?
সম্প্রতি অভিনেতা কমল আর খান দাবি করেছেন, পুরো হামলার ঘটনা আসলে সাজানো। গুঞ্জন উঠেছে যে, এই ঘটনার নেপথ্যে নাকি ছিলেন সাইফের স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর খান। এর মধ্যেই অভিনেত্রী একটি রহস্যময় পোস্টও করেন।
সাইফের ওপর ছয় বার ছুরিকাঘাত করা হয়েছিল, এবং শিরদাঁড়ায় ছুরি আটকে থাকা অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে গুরুতর অস্ত্রোপচার করা হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় হাসপাতাল থেকে যখন সাইফকে ছেড়ে দেওয়া হয়, তখন তার চেহারা দেখে অনেকেই চমকে ওঠেন। হাতের কব্জি ও ঘাড়ের কাছে ব্যান্ডেজ ছাড়া সারা শরীরে কোনো ক্ষতের চিহ্নই ছিল না। তাঁর পরিষ্কার কামানো দাড়ি, ঝকঝকে চেহারা এবং চোখেমুখে ঔজ্জ্বল্য দেখে সন্দেহের সৃষ্টি হয় অনেকের মধ্যে। তাহলে কি তেমন কিছুই হয়নি?
কারিনা তার রহস্যময় পোস্টে লিখেছেন, "বিয়ে, বিচ্ছেদ, ভয়, শিশুর জন্ম, প্রিয়জনের মৃত্যু, সন্তান পালন—এই বিষয়গুলো আপনি কখনোই বুঝবেন না, যতক্ষণ না আপনার সঙ্গে এগুলো হচ্ছে। জীবনসংক্রান্ত বিভিন্ন ধারণা বা কল্পনা কখনোই বাস্তব নয়। আপনি হয়তো ভাবেন, অন্যদের চেয়ে আপনি বেশি চালাক। কিন্তু যখন আপনার পালা আসবে, তখন আপনারও মাটিতে পা পড়বে।"
এই পোস্ট নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল আর খান বলেছিলেন, সাইফকে ছ'বার ছুরি দিয়ে আঘাত করা হল, কিন্তু হামলাকারীকে একটা আঁচড় পর্যন্ত দিলেন না সাইফ! গ্রেফতার হওয়া ব্যক্তির মুখ সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তির সঙ্গে মেলে না। তাই তার ধারণা, সাইফ-কারিনার ঝগড়ার পরিণতি হিসেবে এই পুরো ঘটনা সাজানো হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.