সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন বরখাস্ত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে তাকে লেবার পার্টি থেকেও বহিষ্কার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মেইল অন সানডে'র প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী অ্যান্ড্রু গুয়েন হোয়াটসঅ্যাপে আপত্তিকর ও অপমানজনক বার্তা পাঠিয়েছেন। তার এসব বার্তায়
এই অভিযোগ সামনে আসার পর গর্টন ও ডেন্টনের সংসদ সদস্য (এমপি) অ্যান্ড্রু গুয়েনকে মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি লেবার পার্টির সদস্য পদ থেকেও বরখাস্ত করা হয়।
যুক্তরাজ্যের একজন সরকারি মুখপাত্র বলেছেন—
"প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারি পদধারীদের জন্য উচ্চ নৈতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কেউ এই মানদণ্ডে ব্যর্থ হলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করা হবে না।"
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে অ্যান্ড্রু গুয়েন বলেছেন—
"আমি অত্যন্ত ভুলভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এর জন্য দুঃখিত।"
তিনি আরও বলেন—
"আমি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বুঝতে পারছি। বরখাস্ত হওয়া কষ্টদায়ক, তবে আমি যেকোনো উপায়ে লেবার পার্টিকে সমর্থন করে যাব।"
একজন লেবার পার্টির মুখপাত্র বলেছেন—
"লেবার পার্টির নিয়ম ও প্রক্রিয়া অনুসারে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া মন্তব্য তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুয়েনকে প্রশাসনিকভাবে বরখাস্ত করা হয়েছে।"
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.