বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার চার দিনের সফরে ঢাকায় এসেছেন।
শনিবার ঢাকায় পৌঁছানোর বিষয়টি বিশ্বব্যাংকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বেসরকারি খাতের ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
মার্টিন রাইজারের সঙ্গে সফরে যোগ দেবেন বিশ্বব্যাংকের সমৃদ্ধি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট পাবলো সাভেদ্রা। তিনি বিশ্বব্যাংকের অর্থনৈতিক নীতি, দারিদ্র্য বিমোচন, আর্থিক খাত, প্রতিষ্ঠান, প্রতিযোগিতা ও বিনিয়োগ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন।
বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তা করা প্রথম উন্নয়ন অংশীদারদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। তখন থেকে সংস্থাটি বাংলাদেশকে প্রায় ৪৪ বিলিয়ন ডলার অনুদান ও সহজ শর্তের ঋণ হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সবচেয়ে বড় চলমান কর্মসূচি বাংলাদেশে পরিচালিত হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.