গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর জানিয়েছে, ইসরাইলের ভয়াবহ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনগুলোর নিচে অন্তত ১২,০০০ মরদেহ চাপা পড়ে আছে।
ইসরাইল গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে, যার ফলে এসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না।
গাজার গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ শুক্রবার ব্যাপটিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন—
“ইসরাইল যদি এভাবে বাধা দিয়ে যায়, তাহলে হামাসের হাতে আটক যে জিম্মিরা ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে, তাদের লাশ উদ্ধার করাও সম্ভব হবে না।”
গাজায় ইসরাইলের টানা ১৫ মাসের হামলায়—
✅ ৪৭,৫৮৩ ফিলিস্তিনি নিহত
✅ ১১১,৬৩৩ জন আহত
✅ হতাহতদের প্রায় ৭০% নারী ও শিশু
গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় ইসরাইল।
তবে চুক্তিতে ভারি যন্ত্রপাতি প্রবেশের অনুমতি থাকলেও, ইসরাইল তা মানছে না।
এছাড়া, চুক্তি অনুযায়ী প্রতিদিন ন্যূনতম সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশের কথা থাকলেও, ইসরাইল সেই প্রতিশ্রুতিও লঙ্ঘন করছে।
গাজার মিডিয়া অফিস সতর্ক করে বলেছে, বর্তমানে যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে, তা স্থানীয় অধিবাসীদের ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না।
সূত্র: মেহের নিউজ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.