রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়।
শনিবার বিকেলে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন অনলাইনে আপলোড করা হয়েছে।
এদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় সংস্কার কমিশনের প্রধানরা রাষ্ট্র সংস্কারের আশু করণীয়, মধ্যমেয়াদি পরিকল্পনা এবং ভবিষ্যতে নির্বাচিত সরকার কী ধরনের পদক্ষেপ নিতে পারে— সে সম্পর্কে সর্বসম্মত সুপারিশমালা উপস্থাপন করবেন।
গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি সংস্কার কমিশন গঠন করেন। কমিশনগুলোর জন্য তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়, যা ৩০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
পরবর্তীতে নির্ধারিত সময়ের ১৫ দিন পর, অর্থাৎ ১৫ জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন কমিশন (দুদক)-সংক্রান্ত চারটি কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করা হয়। এরপর, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন গত ৫ ফেব্রুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণআন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের কাছে পাঠানো হবে। এরপর, সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও গণআন্দোলনের শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।
৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখতে ভিজিট করুন: মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.