গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে এ অভিযান শুরু হবে।
এ বিষয়ে রোববার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরে স্বৈরাচারপন্থী সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হন। এর পরই সরকার এই কঠোর সিদ্ধান্ত নেয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.