প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৪:৩৪ পি.এম
সামান্থার সঙ্গে বিচ্ছেদের পর নিজেকে অপরাধী মনে করেন নাগা চৈতন্য
২০১৭ সালের ৭ অক্টোবর, দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ে করেছিলেন অভিনেতা নাগা চৈতন্য। আক্কিনেনি পরিবারের সদস্য হয়ে সামান্থা হয়েছিলেন সামান্থা আক্কিনেনি। তবে মাত্র চার বছর পর, ২০২১ সালে, তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
বিচ্ছেদের কারণ ও বর্তমান অবস্থা
- তাদের বিচ্ছেদের মূল কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন বলে গুঞ্জন ছিল।
- সামান্থা বর্তমানে সিঙ্গেল, তবে নাগা চৈতন্য ৪ ডিসেম্বর দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেছেন।
- নাগা চৈতন্য জানিয়েছেন, মাঝে মাঝে তিনি নিজেকে অপরাধী মনে করেন, কারণ সামাজিক মাধ্যমে তাকে ভুলভাবে উপস্থাপন করা হয়।
নাগা চৈতন্যের প্রতিক্রিয়া
- সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন—
- ‘আমরা দুজন পারস্পরিক সম্মতির ভিত্তিতে আলাদা হয়েছি।’
- ‘আমাদের ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু সামাজিক মাধ্যমে আমাকে দোষী সাব্যস্ত করা হয়।’
- ‘আমাদের জীবন আমরা নিজেদের মতো করে বাঁচতে চেয়েছি।’
- ‘আমি খুশি মনে এগিয়ে গেছি, সামান্থাও এগিয়েছে।’
সামান্থার প্রতিক্রিয়া
- বিচ্ছেদের পর সামান্থা গুরুতর অসুস্থ হয়ে মায়োসাইটিস রোগে আক্রান্ত হন।
- সামান্থা বলেন—
- ‘আমার জীবনে হিংসার কোনো জায়গা নেই।’
- ‘আমি অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, তবে নিজেকে এসব থেকে দূরে রেখেছি।’
- ‘এই বিচ্ছেদ আমার ইচ্ছায় হয়নি, আমাকে কেবল গ্রহণ করতে হয়েছে।’
নাগার অতীত ও ভবিষ্যৎ চিন্তা
- নাগা চৈতন্য বলেন,
- ‘আমি একটি ভাঙা পরিবারের সন্তান। তাই সম্পর্ক ভাঙার আগে হাজারবার ভাবি।’
- ‘তবে জীবনে যা ঘটেছে, তা খুব বিরল কিছু নয়।’
- ‘আমি এখন ভালো আছি, সুখে আছি।’
এই উপস্থাপনা বিষয়টিকে সহজবোধ্য ও আকর্ষণীয় করে তোলে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.