প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৪:২৯ পি.এম
জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প
আগামী সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে স্বাগত জানানোর সময় তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। (সূত্র: রয়টার্স)
সাক্ষাৎ কোথায় এবং কীভাবে?
- ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘সম্ভবত আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন’।
- তবে এটি মুখোমুখি বৈঠক হবে নাকি ভিডিও কনফারেন্স, তা তিনি স্পষ্ট করেননি।
- ট্রাম্প বলেছেন, ‘আমি ওয়াশিংটনে আছি’, তবে ইউক্রেনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।
ট্রাম্পের অবস্থান ও আলোচনার বিষয়বস্তু
- ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এর অবসান দেখতে চাই, কেবল মানবিক ভিত্তিতে। এটি একটি হাস্যকর যুদ্ধ।’
- তিনি ইউক্রেনের সম্পদের নিরাপত্তা, বিশেষ করে বিরল মাটির খনিজ পদার্থের সুরক্ষা নিয়ে আলোচনা করতে চান।
- মার্কিন সহায়তার বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে সমান কিছু প্রত্যাশা করেন বলেও জানান ট্রাম্প।
ইউক্রেনের প্রতিক্রিয়া
- জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাক জানিয়েছেন,
- ইউক্রেন চায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন।
- তারা ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগের এই অঞ্চলে সফরের অপেক্ষায় রয়েছে।
এছাড়া ট্রাম্প আবারও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.