সম্প্রতি শেষ হওয়া বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) নিয়ে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক সম্পর্কিত ইস্যুতে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সমালোচনার সম্মুখীন হয়েছিল। তবে এবার, সমালোচনা এড়াতে এবং বিপিএলে আরও বিদেশি ক্রিকেটার আনার জন্য বিসিবি নতুন একটি পদক্ষেপ নিয়েছে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে বিপিএলের ড্রাফটে থাকা সব বিদেশি ক্রিকেটারের দায়িত্ব তাদের কাঁধে নেয়া হবে। এ সংক্রান্তে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সংশ্লিষ্ট জটিলতা এড়াতে তিনটি মূল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিপিএলে স্বচ্ছতা বজায় রাখতে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সব ক্রিকেটারের জন্য একটি পেশাদার অভিজ্ঞতা দিতে বিসিবির প্রতিশ্রুতিকে প্রমাণ করবে। অর্থিক ও পরিচালনার ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে বিসিবি বাকি অংশীদারদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.