জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্প্রতি ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এরপর থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে আসন্ন বিসিবি নির্বাচনে তাকে দেখা যেতে পারে। তবে তার নিজের পরিকল্পনা কী? সাবেক সতীর্থ মাশরাফি ও সাকিবের মতো তিনি কি জাতীয় রাজনীতিতে যোগ দিতে চান? এই প্রশ্নগুলো সংবাদ সম্মেলনে উঠে আসে, বিশেষত যখন তিনি বিপিএলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের পর উপস্থিত ছিলেন।
তামিম এসব প্রশ্নের উত্তর দিয়েছেন।
রাজনীতি সম্পর্কে তামিম বলেন, ‘রাজনীতিতে... এখন তো আমি রিটায়ার্ড, যদি আসিও, এখন ওই আলোচনাটা হবে না।’ এরপর তিনি আরও বলেন, ‘তবে আল্লাহর রহমতে এরকম কোনো প্ল্যান নেই।’
বিসিবি সভাপতি হওয়ার ব্যাপারে তামিম বলেন, ‘ওটা দেখা যাক।’
ম্যাচ পরিস্থিতি নিয়ে তামিম বলেন, ‘ফিলিংটা তো ফ্যান্টাস্টিক। ওরা যেভাবে শুরু করেছিল, মনে হচ্ছিল ২২০-২৫ রান চেজ করতে হতে পারে। শেষ ৩-৪ ওভার আমাদের বোলাররা দারুণ বল করেছে। আমরা খুব বেশি রান দেয়নি, বাউন্ডারিও দেয়নি। আমাদের হিসাবে ২০ রান তারা কম করেছে। এই উইকেটে ভালো শুরু করলে এই রান তাড়া করা সম্ভব ছিল।’
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.