বলিউডের ‘ভাইজান’খ্যাত অভিনেতা সালমান খানের বাবা সেলিম খান মুসলিম, মা সালমা খান হিন্দু, আর সৎমা হেলেন খ্রিস্টান। এ কারণে সালমান সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল, যা তার পরিবারে দীর্ঘদিন ধরেই প্রচলিত একটি মূল্যবোধ।
খান পরিবারে মিশ্র সংস্কৃতির চর্চা স্পষ্ট। যেমন—তারা গণেশ পূজার আয়োজন করেন, আবার ঈদও উদযাপন করেন।
কয়েক বছর আগে, একটি টেলিভিশন শোতে সালমান জানান যে, তিনি গরুর মাংস কিংবা শুয়োরের মাংস ছুঁয়েও দেখেন না।
সালমান বলেন, "আমি গরুকে শ্রদ্ধা করি, আমাদের পরিবারেও গরুকে সম্মান করা হয়। আমার মা যেহেতু হিন্দু, তাই আমি গোমাংস খাই না। আর মাকে আমি অসম্ভব ভালোবাসি।"
তিনি আরও যোগ করেন, "আমাদের পরিবার প্রকৃত অর্থেই ভারতীয় সংস্কৃতির প্রতিফলন।"
সালমান খানের বাবা সেলিম খান প্রায়ই ছেলেকে নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, সালমান কেন এখনো বিয়ে করেননি।
এছাড়া, দুই স্ত্রী সালমা ও হেলেন সম্পর্কে তিনি বলেন, “আমি দুই স্ত্রীর জন্য গর্বিত। আমাদের পরিবারে সম্প্রীতি বজায় রাখার পেছনে তাদের বড় ভূমিকা আছে।”
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.