বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান আবারও প্রেমে পড়েছেন, আর এই খবর এখন সবার জানা। বেঙ্গালুরু নিবাসী এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে এই গৌরী নামের নারী কে? বলিউডে কি তার কোনো সম্পর্ক আছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।
জানা গেছে, আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে সিনেমার কাজ করেছেন গৌরী। তবে বলিউডে তার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। যদিও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনো যোগাযোগ রয়েছে কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এই সম্পর্ককে বেশ গুরুত্ব দিচ্ছেন আমির। শোনা যাচ্ছে, ইতোমধ্যে তিনি গৌরীকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। এর অর্থ, এই সম্পর্ক শুধুই সাময়িক নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনার দিকেও এগোচ্ছে।
সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দেখা গিয়েছিল আমিরকে, যদিও এটি বক্স অফিসে সাফল্য পায়নি। তবে তিনি নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে আসছেন, যা নিয়ে তার ভক্তরা বেশ আশাবাদী।
গৌরীর সঙ্গে আমিরের সম্পর্ক কেবল ব্যক্তিগত পর্যায়েই থাকবে, নাকি ভবিষ্যতে নতুন কোনো ঘোষণা আসবে? সেটাই এখন দেখার বিষয়!
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.