বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। ৮২ বছরে দাপিয়ে বেড়াচ্ছেন শোবিজ অঙ্গন। সিনেমা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, দর্শক-অনুরাগীদের মন জয় করে চলেছেন প্রতি মুহূর্তেই।
অমিতাভ সবসময়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করেন। তার জীবনের নানা মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এমনকী ভক্তদের নিজের শারীরিক আপডেটও দিয়ে থাকেন। তবে এরই মধ্যে এক রহস্যজনক পোস্ট নিয়ে উদ্বেগে পড়ে গেছেন তার ভক্তরা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। শুক্রবার রাতে দেওয়া সেই পোস্টও ভাইরাল। অমিতাভ সেই পোস্টে লিখেছিলেন, ‘টাইম টু গো’ অর্থাৎ ‘এখন যাওয়ার সময়।’
কিন্তু কেন এ ধরনের পোস্ট, তা নিয়ে রীতিমতো উদ্বেগে পড়ে গেছেন অমিতাভের ভক্তরা। অনেকে তার শারীরিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তবে অধিকাংশই মনে করেছেন, হয়তোবা শোবিজ অঙ্গন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
তবে ভক্তদের বিশ্বাস অভিনেতা যে সিদ্ধান্তই নেন না কেন, তার ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। শুধু তাই নয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপই নেবেন শাহেনশাহ।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.