আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের জানান, ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়াশিংটন সফর করবেন মোদি, এবং তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের পর যুক্তরাষ্ট্র সফরে যাওয়া প্রথম কয়েকজন বিশ্ব নেতার অন্যতম হবেন। খবরটি এএফপি সূত্রে জানা গেছে।
এটি এও জানা গেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। এই তথ্য রয়টার্স বার্তা সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছিল।
মোদি গত ২৭ জানুয়ারি ট্রাম্পের সঙ্গে প্রথম কথা বলেন, যখন ট্রাম্প দ্বিতীয় দফায় মার্কিন মসনদে বসেন। তাদের মধ্যে আলোচনা হয় অভিবাসন, নিরাপত্তা সরঞ্জাম কেনা এবং বাণিজ্যিক সম্পর্ক বিষয়ে।
চীনকে মোকাবেলায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার ভারত হিসেবে দেখা হয়, আর যুক্তরাষ্ট্র ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী দিল্লি, এবং যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের যে হুমকি ট্রাম্প অতীতে দিয়েছিলেন, তা এড়াতে চাইছে ভারত।
এই পরিস্থিতিতে, মোদি যুক্তরাষ্ট্র সফর করলে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এসব বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.