যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বানকে ‘অবিবেচনাপ্রসূত ও নিষ্ফল’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মতে, এই আলোচনা ইরানের সমস্যা সমাধানে কোনো কার্যকর ভূমিকা রাখবে না।
শুক্রবার ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন—
"যুক্তরাষ্ট্র যদি ইরানি জাতির নিরাপত্তা লঙ্ঘন করে, তাহলে আমরা পাল্টা জবাব দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না।"
১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি ইরানের তৎকালীন বিমান বাহিনীর কমান্ডাররা ইমাম খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, যা দেশটির বিপ্লবের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই দিনটির স্মরণে তেহরানে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের শুরুতে আয়াতুল্লাহ খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরানি জাতির স্বার্থের পরিপন্থি বলে উল্লেখ করেন।
তিনি বলেন—
"আমরা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসি, তাহলেই সমস্যার সমাধান হবে—এমন ধারণা সঠিক নয়। অতীতের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বুদ্ধিমানের কাজ নয়।"
খামেনি অতীতের অভিজ্ঞতার উদাহরণ টেনে বলেন—
"ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক বছর আগে আলোচনা করেছিল এবং একটি চুক্তিও হয়েছিল। কিন্তু আমেরিকানরা সেটি ছিঁড়ে ফেলে। আমরা অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি।"
সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন—
"সব সমস্যার সমাধান দেশের অভ্যন্তরেই রয়েছে। দেশীয় সম্পদের ওপর নির্ভর করেই আমাদের সমস্যার সমাধান করতে হবে।"
বৈঠকের শুরুতে ইরানের বিমান বাহিনীর কমান্ডার বাহেদি সর্বোচ্চ নেতার কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
তিনি জানান—
"আমরা ১০০ ভাগ আত্মনির্ভরশীলতা অর্জন করেছি এবং সর্বাত্মক প্রতিরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।"
📌 সূত্র: মেহের নিউজ
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.