সার্জিও রামোসের অনেক সতীর্থই বিদায় নিয়েছেন। গতকালই যেমন ৩৬ বছর বয়সী তার রিয়াল মাদ্রিদ সতীর্থ মার্সেলো নিলেন। অথচ, ব্রাজিলের সাবেক ডিফেন্ডারের থেকে ২ বছরের বড় রামোস এখনো দিব্যি বল পায়ে ছুটছেন।
সেই ধারাবাহিকতা ধরে রাখতেই নতুন ক্লাবে নাম লিখিয়েছেন রামোস।
গতকাল এক বছরের জন্য মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের সঙ্গে চুক্তি বদ্ধ হয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার। মার্সেলোর মতোই ক্যারিয়ারের দীর্ঘ সময়ই রিয়ালে খেলেছেন রামোস। লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজিতে যোগ দিয়েছিলেন। প্যারিসের ক্লাবটিতে লিওনেল মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে জুটি বেঁধে পরে শৈশবের ক্লাব সেভিয়াতে যোগ দেন তিনি।
প্রিয় ক্লাব সেভিয়ার হয়ে অবশ্য দ্বিতীয় মেয়াদে এক বছরই খেলেছেন রামোস। পরে ৭ মাস ক্লাবহীন থাকার এবার মেক্সিকোর ক্লাবে যোগ দিলেন। দলটির হয়ে ৯৩ নম্বর জার্সি পরে খেলবেন দুটি ইউরোজয়ী স্প্যানিশ ডিফেন্ডার। স্পেনের সাবেক ডিফেন্ডারের এই জার্সি পরার পেছনে বিশেষ কারণ রয়েছে।
রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগ জয়ের মধ্যে ২০১৪ সালেরটিতে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৯৩ মিনিটে সমতাসূচক গোল করেছিলেন রামোস। পরে অতিরিক্ত সময়ে ৪-১ গোলে চ্যাম্পিয়ন হয় তারা। সেই ঘটনাটিকে যেন আরো স্মরণীয় করে রাখতেই জার্সি নম্বরটি পরছেন ৩৮ বছর বয়সী রিয়ালের সাবেক অধিনায়ক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.