বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিক এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের নাম জানানো হয়।
গবেষণায় একুশে পদক পাচ্ছেন মঈদুল হাসান, ভাষা ও সাহিত্যে পাচ্ছেন শহিদুল জহির (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর) এবং সমাজ সেবায় পাচ্ছেন মো. ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন মেহেদী হাসান খান। শিক্ষা বিভাগে পাচ্ছেন ড. নিয়াজ জামান এবং সংস্কৃতি ও শিক্ষায় ড. শহিদুল আলম।
আর সাংবাদিকতা ও মানবাধিকার বিভাগে একুশে পদক পাচ্ছেন মাহমুদুর রহমান, আর সাংবাদিকতায় পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর)। শিল্পকলার চিত্রকলা বিভাগে একুশে পদক পাচ্ছেন রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন এবং সঙ্গীতে ফেরদৌস আরা ও ওস্তাদ নিরোধ বরণ বড়ুয়া (মরণোত্তর), চলচ্চিত্রে আজিজুর রহমান।
একমাত্র প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ক্রীড়া বিভাগে মনোনীত করা হয়েছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.