বলিপাড়ায় ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত কঙ্গনা রানাউত। খোলামেলা মন্তব্য ও বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে দীপিকা পাড়ুকোনের প্রতি তার কটাক্ষ নতুন কিছু নয়। তবে এবার এক নতুন চমক দিলেন কঙ্গনা—নিজের নতুন রেস্তোরাঁয় দীপিকাকে প্রথম অতিথি হিসেবে আমন্ত্রণ জানালেন তিনি।
কঙ্গনার বহুদিনের ইচ্ছা ছিল নিজের একটি রেস্তোরাঁ খোলার। এবার সেটিই বাস্তবে রূপ নিচ্ছে। হিমাচল প্রদেশের মনোরম পাহাড়ের কোলে তিনি চালু করছেন তার প্রথম রেস্তোরাঁ। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নতুন রেস্তোরাঁর কিছু ছবি শেয়ার করে খবরটি জানিয়েছেন কঙ্গনা।
একটি পুরোনো সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, তিনি একদিন নিজের একটি রেস্তোরাঁ চালু করতে চান, যেখানে বিশ্বের বিভিন্ন রকমের খাবার পরিবেশন করা হবে। সেই সময় দীপিকা পাড়ুকোন সঙ্গে ছিলেন এবং কঙ্গনার এই পরিকল্পনায় উৎসাহিত হয়ে বলেছিলেন, "আমি তোমার রেস্তোরাঁর প্রথম অতিথি হব।"
সম্প্রতি এক ভক্ত সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করলে কঙ্গনা দীপিকাকে ট্যাগ করে ইনস্টাগ্রাম স্টোরিতে পুনরায় আমন্ত্রণ জানান।
দীপিকা এখনো কঙ্গনার আমন্ত্রণের কোনো প্রতিক্রিয়া দেননি। তবে কঙ্গনার রেস্তোরাঁ নিয়ে বলিউড মহলে ইতিমধ্যেই আলোচনার ঝড় উঠেছে। আগামী ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসের দিন, কঙ্গনার স্বপ্নের রেস্তোরাঁ আনুষ্ঠানিকভাবে চালু হবে। তার ভক্তরা অপেক্ষায় আছেন, দীপিকা কি সত্যিই আমন্ত্রণ গ্রহণ করবেন?
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.