মালয়েশিয়ায় ফুড কোর্টে অভিযান চালিয়ে নয়জন বাংলাদেশিসহ ৫৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিবাসন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।
বুধবার সেলাঙ্গর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থলে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী বিভাগ এবং মানি লন্ডারিং ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমের ৯৫ জন কর্মকর্তার যৌথ অভিযানে এদের আটক করা হয়।
ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয়দের অভিযোগ এবং এক সপ্তাহের নজরদারির পর এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে ১০২ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৮ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যেসব অপরাধ সনাক্ত হয়েছে, তার মধ্যে রয়েছে—
আটকদের মধ্যে রয়েছেন—
আটকদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। তাদেরকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.