রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে উপজেলার আরাজি নিয়ামত মৌলবীবাজার এলাকার রংপুর-গঙ্গাচড়া সড়ক সংলগ্ন একটি পাকা কবরস্থান থেকে ম্যাগাজিনসহ পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
পুলিশসূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল মাসুদের নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ উপজেলার আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি রামদা, ১টি ছুরি ও ১টি কালো রংয়ের ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২টি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিষ্যটি নিশ্চিত করে বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) সকালে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, “অস্ত্রগুলো উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।এই বিষ্যে আইনি প্রকৃয়া চলমান আছে।“
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.