সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে অন্তত ৪ থেকে ৫ বছর সময় লাগবে। সোমবার সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি তাকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করা হয়।
শারা জানান, দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য যথাযথ পরিকাঠামো পুনর্নির্মাণ করা প্রয়োজন, যা গড়ে তুলতে দীর্ঘ সময় লাগবে। এছাড়া, দেশের জনগণের সঠিক তথ্য সংগ্রহ করে নতুন ভোটার তালিকা প্রস্তুত করাও জরুরি। তিনি বলেন, ‘যদি এই বিষয়টি (ভোটার তালিকা প্রস্তুত) নিশ্চিত করা না যায়, তাহলে কোনো নির্বাচন বিশ্বাসযোগ্য হবে না।’
প্রেসিডেন্ট নির্বাচনের রূপরেখা তুলে ধরে শারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সিরিয়ায় অন্তর্বর্তীকালীন শাসন পরিচালিত হবে। এরপর দেশের মানুষ নির্বাচিত প্রেসিডেন্ট ও গণতান্ত্রিক সরকার পাবে। তবে, তিনি স্পষ্ট করেননি কোন আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
শারা আরও জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পাশাপাশি একটি সাময়িক আইনসভা (সংসদ) গঠন করা হবে এবং বর্তমানে কার্যকর সংবিধান স্থগিত থাকবে। তিনি প্রতিশ্রুতি দেন, রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে একটি জাতীয় সম্মেলন আয়োজন করা হবে, যেখানে সবাইকে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এই সম্মেলনের জন্য একটি প্রস্তুত কমিটি গঠন করা হবে, যা পুরো সিরিয়ায় বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালাবে। এরপর, সম্মেলনে যাদের জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে মনে করা হবে, তাদের আমন্ত্রণ জানানো হবে।
শারা আরও বলেন, এই জাতীয় সম্মেলনে সিরিয়ার সব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং একটি চূড়ান্ত বিবৃতি প্রকাশ করা হবে, যা ভবিষ্যৎ সংবিধানের ভিত্তি হিসেবে কাজ করবে। তার পূর্ববর্তী মন্তব্য অনুযায়ী, নতুন সংবিধান প্রণয়ন করতে প্রায় তিন বছর সময় লাগতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.