সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা।প্রতিবছর মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পূর্জা অর্চনা করা হয়।
প্রতিবছরের ন্যায় আজ রবিবার(৩ ফেব্রুয়ারী) রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পূজিত হয়েছেন বিদ্যার দেবী সরস্বতী।
কাক ডাকা ভোরে প্রতিষ্ঠানের দেশ বিদেশ থেকে আসা সনাতনী শিক্ষার্থীরা বিভিন্ন আয়োজনের মাধ্যমে শুরু করেন দেবীর আরাধনা।যার শেষ হয় পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে।
শিক্ষার্থীরা বলেন,“প্রতিবছর আমরা ধুমধাম করে মায়ের পূজা-অর্চনা করি।দেবী সরস্বতীকে আমরা বিদ্যা ও বুদ্ধির দেবী হিসাবে প্রার্থনা করি।আজকেও অনেক সুন্দর ভাবে পূজা দিলাম।এরপর দিনব্যাপী নানান অনুষ্ঠান আছে।”
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা রঞ্জিত বসাক বলেন ,“আমাদের কলেজে অনেক আগে থেকেই আমরা এই পুজো করে আসছি।দেশি বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থীরা এটি আয়োজন করে।প্রতিষ্ঠান,প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর শিক্ষকসহ প্রতিষ্ঠানের বাইরে সকলের মঙ্গল কামনা করছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2025 RCTV ONLINE. All rights reserved.