
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আরোও শান্তিপূর্ণ করতে ৬৮ টি বৈধ বেসরকারি আগ্নেয় অস্ত্রসহ ৪২০ রাউন্ড কার্তুজ জমা নেওয়া হয়েছে।
আজ শনিবারসহ (৩১ জানুয়ারি) গত ১১ দিনে বেসরকারি অস্ত্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ - পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এ আগ্নেয় অস্ত্রগুলোসহ কার্তুজ জমা নেন।
তিনি জানান, এ উপজেলায় মোট একশটি বেসরকারি বৈধ আগ্নেয় অস্ত্র রয়েছে। এর মধ্যে ৪২০ রাউন্ড কার্তুজসহ পুলিশ হেফাজতে জমা পাওয়া গেছে ৬৮ টি।
তার মধ্যে রয়েছে, একনালা বন্দুক ৫৩ টি, দোনালা বন্দুক ৫ টি, পিস্তুল ৪ টি, রিভলভার ১ টি, রাইফেল ১ টি ও শটগান ৪ টি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন আরোও শান্তিপূর্ণ করতে গত ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় বেসরকারি আগ্নেয় অস্ত্র জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানা হেফাজতে জমা দেওয়ার জন্য বলা হয়। সেই হিসেবে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে এই অস্ত্রগুলো পুলিশের নিকট জমা হয়।
এছাড়াও,উপজেলায় বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০ টি আগ্নেয় অস্ত্র।
সূত্রমতে, অস্ত্র জমা দেওয়ার শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের ২০ টি অস্ত্রসহ মোট ৮৮ টি আগ্নেয় অস্ত্রের তথ্য পাওয়া গেলেও অবশিষ্ট ১২ টি অস্ত্র থানায় জমা হয়নি। তবে অন্যান্য থানাতেও জমা দেওয়ার নিয়ম রয়েছে । তাছাড়া রাত ১২ টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময় রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট ১২ টি অস্ত্র জমা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.