টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এবার ভারতে যাচ্ছে না বাংলাদেশ। ক্রিকেট বিশ্লেষকদের ধারণা, মূল বিষয় নিরাপত্তা ইস্যু হলেও পর্দার আড়ালে বড় ভূমিকা রেখেছে রাজনীতি। আর ক্রিকেটের এই রাজনীতি কি এবার অলিম্পিকের দরজায়ও কড়া নাড়ছে? বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট শুধু ক্রিকেট সংকট নয়, এটি এখন ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নকেও প্রশ্নবিদ্ধ করছে।
শুরুটা হয়েছিল নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে। এরপর বিষয়টি আর কেবলমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ থাকেনি। বরং ক্রিকেট মাঠের উত্তেজনা ছাড়িয়ে এবার কূটনীতির আঙিনায় প্রভাব ফেলছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাজনৈতিক উত্তেজনার জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর পর বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকেও জায়গা করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এরপর গোটা ক্রিকেট দুনিয়াতেই তোলপাড় শুরু হয়। বাংলাদেশের সমর্থন জানিয়ে পাকিস্তান তো ভারত বিশ্বকাপ বয়কটেরও পরিকিল্পনা করছে বলে জানায় দেশটির গণমাধ্যম। এমন পরিস্থিতি এখন আরও বড় দুশ্চিন্তার কারণ ভারতের জন্য। ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে রয়েছে তারা। তবে আসতে পারে বড় বাধা। বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়ায় হুমকির মুখে পড়তে যাচ্ছে ভারতের অলিম্পিক আয়োজনের স্বপ্ন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি রাজনৈতিক হস্তক্ষেপের ব্যাপারে সবসময়ই কড়া অবস্থানে। কোনো দেশ বয়কটের আশঙ্কা থাকলে অলিম্পিক আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত। আইওসি সূত্র বলছে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করার স্পষ্ট বার্তা দিতে হবে। নতুবা হারাতে হবে অলিম্পিক আয়োজনের স্বপ্ন।
তবে কি বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেটের এ রাজনৈতিক সংকট তাদের অলিম্পিক স্বপ্নে দাঁড়াবে বড় বাধা হয়ে? সেটাই এখন দেখার অপেক্ষা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.