পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের চালানো ‘সমন্বিত’ হামলায় অন্তত আটজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ একাধিক শহরে এসব হামলা চালানো হয়।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে শনিবার (৩১ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর প্রায় ৩টায় কোয়েটার কয়েকটি পুলিশ স্টেশনে সশস্ত্র হামলা চালায় সন্দেহভাজন জাতিগত বেলুচ বন্দুকধারীরা। কোয়েটা ছাড়াও পাসনি, মাস্তুং, নুশকি ও গওয়াদার জেলায় একযোগে গুলি ও আত্মঘাতী হামলা হয়েছে।
কোয়েটাভিত্তিক এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, দ্রুত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার কারণে হামলাগুলো পুরোপুরি সফল হয়নি। হামলাকারীরা পরিকল্পনার অভাবে ভেঙে পড়ে। তবে তিনি নিহতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত মন্তব্য করেননি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কয়েকজন নিরাপত্তা সদস্য অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় যৌথ নিরাপত্তা অভিযান চলছে।
বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে এএফপি। সংগঠনটি দাবি করেছে, তারা সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
উল্লেখ্য, হামলার একদিন আগে পাকিস্তানের সামরিক বাহিনী বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার দাবি করে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম দরিদ্র প্রদেশ। সাম্প্রতিক বছরগুলোতে বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা প্রদেশে কর্মরত অন্যান্য অঞ্চলের পাকিস্তানি নাগরিক এবং বিদেশি জ্বালানি কোম্পানির ওপর হামলা বাড়িয়েছে। তাদের অভিযোগ, এসব পক্ষ বেলুচিস্তানের সম্পদ শোষণ করছে।
এর আগে গত বছর বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা ৪৫০ যাত্রীবাহী একটি ট্রেনে হামলা চালায়। এর ফলে দুই দিনব্যাপী অবরোধ তৈরি হয় এবং এতে বহু মানুষ নিহত হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.