মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইসরাইলের কাছে প্রায় ৬৫০ কোটি (৬.৫ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (৩০ জানুয়ারি) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তিনটি পৃথক চুক্তির মাধ্যমে এই বিশাল অস্ত্র বিক্রির তথ্য নিশ্চিত করেছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এই সবুজ সংকেতের ফলে ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
পেন্টাগনের দেওয়া তথ্যমতে, এই বিক্রয় প্রক্রিয়ার সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ‘এএইচ-৬৪ই অ্যাপাচে’ হেলিকপ্টার। প্রায় ৩৮০ কোটি ডলার ব্যয়ে এই হেলিকপ্টার ও সংশ্লিষ্ট সরঞ্জাম ইসরাইলকে সরবরাহ করবে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এবং লকহিড মার্টিন।
এছাড়া দ্বিতীয় চুক্তির আওতায় প্রায় ১৯৮ কোটি ডলার মূল্যের ‘জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল’ বা আধুনিক রণযান এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে, যার প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে এএম জেনারেল এলএলসি।
তৃতীয় একটি সামরিক চুক্তির মাধ্যমে আরও ৭৪ কোটি ডলারের সরঞ্জাম অনুমোদিত হয়েছে। পেন্টাগন জানিয়েছে, এই বিক্রয় প্রস্তাবগুলো ইসরাইলের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহায়তা করবে। তবে আন্তর্জাতিক মহলে এই বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সমালোচকদের মতে, গাজা ও লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যে এই বিশাল অংকের অস্ত্র সহায়তা ওই অঞ্চলে যুদ্ধ পরিস্থিতিকে আরও দীর্ঘায়িত করতে পারে। যদিও মার্কিন প্রশাসন বরাবরই ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.