সিনেমার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'জাতীয় চলচ্চিত্র পুরস্কার- ২০২৩' ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। ২৮টি ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য ৩০ জন শিল্পী ও কুশলীকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ ছাড়া চলচ্চিত্রের সর্বোচ্চ আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত কিংবদিন্ত পরিচালক তারেক মাসুদ এবং বরেণ্য চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চু।
অন্যান্য ক্যাটাগরিতে আরও যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন সেরা সিনেমা ‘সাঁতাও’, সেরা পরিচালক খন্দকার সুমন (সাঁতাও), সেরা পার্শ্ব অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন) এবং সেরা কৌতুক অভিনেতার শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা সংগীত পরিচালক হয়েছেন ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা গীতিকার সোমেস্বর অলি (প্রিয়তমা), সেরা সুরকার প্রিন্স মাহমুদ প্রিয়তমা), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), সেরা গল্পকার হয়েছেন রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ), সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাতজন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজ-সজ্জা বিথী আফরিন (সুড়ঙ্গ), সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (‘সাঁতাও’), সেরা মেক-আপ ম্যান সবুজ (প্রিয়তমা). সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মরিয়ম’, সেরা প্রামাণ্য চলচ্চিত্র ‘লীলাবতি নাগ : দ্য রেবেল’।
এদিকে সেরার তালিকায় স্থান পাওয়া পাঁচ তারকা কর্মক্ষেত্রে সর্বোচ্চ সম্মান পাওয়ার অনুভূতির কথা জানিয়েছেন।
'সুড়ঙ্গ' সিনেমার সেরা অভিনেতার জাতীয় খেতাব পেয়েছেন আফরান নিশো। এ অভিনেতা বলেন, ‘সুড়ঙ্গ’ আমার অভিনীত প্রথম সিনেমা। এ সিনেমার প্রতি আমার আবেগ ও ভালোবাসা দুটোই একটু বেশি ছিল। প্রথম সিনেমা দিয়েই রাষ্ট্রীয় সম্মাননা পাব এটি কখনো ভাবিনি। তবে ভালো কাজ হলে, এটি এমনিতেই সর্বোচ্চ চূড়ায় উঠে যায় তার নিজের যোগ্যতায়।
তিনি বলেন, আমরা শুধু কাজটি করে গেছি। চেষ্টা করেছি ভালো কিছু উপহার দিতে। আমাকে এ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসাবে নির্বাচিত করা হয়েছে, এটি আমার ক্যারিয়ারে একটি অনন্য অর্জন। আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
'সাঁতাও' সিনেমার সেরা অভিনেত্রীর জাতীয় খেতাব পেয়েছেন আইনুন নাহার পুতুল। সেরা অভিনেত্রী বলেন, খবরটি শোনার পর থেকে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে সম্মাননা পেয়েছি, এটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।
তিনি বলেন, আব্বু বেঁচে থাকলে তিনিই সবচেয়ে বেশি খুশি হতেন। আমার মা দীর্ঘদিন ধরেই অসুস্থ, তিনি অন্তত আমার এই প্রাপ্তি দেখে যেতে পারলেন— এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। সাঁতাও’র পরিচালক খন্দকার সুমন ভাইসহ পুরো টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, যাদের নিরলস শ্রম, চেষ্টায় সাঁতাও-এর আজ এ প্রাপ্তি।
'ওরা সাতজন' সিনেমার সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় খেতাব পেয়েছেন নাজিয়া হক অর্ষা। সেরা পার্শ্ব অভিনেত্রী বলেন, ক্যারিয়ারে সবসময় ভালো কাজেই ফোকাস করেছি। নিজের কাজ দিয়েই আলোচনায় থাকতে চেয়েছি। ‘ওরা সাতজন’ আমার পছন্দের একটি কাজ। রাষ্ট্রীয় সম্মাননা পাব এমনটি চিন্তায় ছিল না। এ ভাবনা নিয়েও কাজটি আমরা করিনি।
তিনি বলেন, যারা সিনেমাটি দেখেছেন, তারা বেশ প্রশংসা করেছেন। আমরা কাজ করেও আনন্দ পেয়েছি। ভালো একটি কাজ যখন আলোচনায় আসে বা সবার নজর কাড়ে, পাশাপাশি পুরস্কৃত হয় তখন সত্যিই ভালো লাগে। আমাকে এ সিনেমার জন্য রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ায় আমি সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ।
সেরা গায়ক (প্রিয়তমা) বালাম বলেছেন, যে কোনো কাজের ক্ষেত্রে সম্মাননা অনুপ্রেরণা জোগায়। সেখানে রাষ্ট্রীয় সম্মাননা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে সংশ্লিষ্টরা যে সম্মান দেখিয়েছেন, এটি অবশ্যই ভালোলাগার। আমাকে যে সিনেমার জন্য সম্মানিত করা হচ্ছে, সেই ‘প্রিয়তমা’ সিনেমার সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে ‘ও প্রিয়তমা’ গানের সব শ্রোতা-দর্শকের কাছে কৃতজ্ঞ, তারা ভালোবেসে গানটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্যারিয়ারের শুরু থেকেই ভালো কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছি, ভবিষ্যতেও যেন এভাবেই চলতে পারি, সবাই পাশে থাকবেন।
সেরা গায়িকা (সুড়ঙ্গ) অবন্তী দেব সিঁথি বলেছেন, সেরা গায়িকা ক্যাটাগরিতে আমার নাম দেখে চমকে গেলাম! এ রকম তো স্বপ্ন দেখতাম, সত্যি হলো কি করে! বাবা-মা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন। যে কোনো মানুষের কাছে রাষ্ট্রীয় সম্মাননা একটা কাঙ্ক্ষিত বিষয়। শিল্পী হিসাবে এ স্বীকৃতি সর্বোচ্চ পাওনা। যারা আমাকে এ সম্মাননার যোগ্য মনে করেছেন, তাদের কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, আরও কৃতজ্ঞতা জানাই ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘গা ছুঁয়ে বলো’ গানের স্রষ্টা তানজীব সরোয়ার ও সাজিদ সরকারসহ সিনেমার সংশ্লিষ্ট কলাকুশলীকে, এ গানের সঙ্গে আমাকে যুক্ত করার জন্য।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.