তীব্র শীতকালীন ঝড়ে গত সপ্তাহে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় প্রায় এক ফুট বা ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। নতুন ঝড় আসার আগে জমে থাকা বরফ সরাতে কাজ শুরু করেছে নগর কর্তৃপক্ষ।
এ কাজে ব্যবহার করা হচ্ছে বড় তুষার গলানোর যন্ত্র। এটিকে বলা হয় ‘স্নো হট টাব’। একটি যন্ত্র প্রতি ঘণ্টায় ৬০-১২০ টন পর্যন্ত বরফ গলাতে পারে। এই কাজে আড়াই হাজারের বেশি কর্মী দিনরাত কাজ করছেন।
ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে থাকায় বরফ স্বাভাবিকভাবে গলছে না। ফলে রাস্তার পাশে জমে থাকা বরফ পথচারী ও গাড়ি চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে।
কর্তৃপক্ষ জানায়, ট্রাকে করে বরফ এনে এই যন্ত্রে ঢালা হচ্ছে। যন্ত্রগুলো পানিভর্তি থাকে এবং পানি দিয়ে দ্রুত বরফ গলানো হয়। পরে সেই পানি পরিষ্কার করে ড্রেনে ছেড়ে দেওয়া হচ্ছে।
নগর কর্তৃপক্ষ বলছে, তাদের এখন প্রধান লক্ষ্য বাস চলাচলের রাস্তা পরিষ্কার রাখা, যাতে মানুষ সহজে স্কুল ও কর্মস্থলে যেতে পারে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.