আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের ৫৫ হাজার ৩৪১ পোস্টাল ব্যালট বিদেশ থেকে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন কমিশন এ তথ্য জানায়। ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ৯ হাজার ৬০১ একটি পোস্টাল ব্যালট। এর মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৪৫ হাজার ৫৮৮ জন প্রবাসী। আর বাংলাদেশে এসেছে ৫৫ হাজার ৩৪১ টি পোস্টাল ব্যালট।
ইসি আরও জানায়, দেশের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া ২ লাখ ৪৪ হাজার ৬২৫ টি ভোট ৫২ জেলায় পাঠানো হয়েছে।
দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিক-সরকারি চাকরিজীবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদীরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া ১২০টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবমিলিয়ে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজারের কাছাকাছি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা পর্যন্ত প্রচারণা চালতে পারবেন এসব প্রার্থীরা আর ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.