
গাইবান্ধা জেলা শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী ওই বিদ্যালয়টির স্কুল মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়।
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। সিনিয়র শিক্ষক মিনু আক্তার বানু, মেহেদুল ইসলাম প্রধান, খলিলুর রহমান, সামছুদ্দিন মন্ডল, আবু সাঈদ, সাইফুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়; শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে। তিনি আরও বলেন,গাইবান্ধায় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার দিক থেকে জেলার অন্যতম।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলার শীর্ষস্থান ধরে রেখেছে। শেষে অনুষ্ঠানে অতিথিবৃন্দ খেলায় বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়টির অফিস সহকারীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.