জয়ের দেখা পেলে মিলত সরাসরি শেষ ষোলোর টিকিট। কিন্তু সেই সমীকরণ মেলাতে পারল না পিএসজি বা নিউক্যাসল ইউনাইটেড কেউই। বুধবার রাতে প্যারিসে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ আটে থাকার সুযোগ হারাল দুই দলই। নকআউট পর্বে যেতে এখন তাদের পেরোতে হবে প্লে-অফের কঠিন বাধা।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন পিএসজির উসমান দেম্বেলে। তার শট ঠেকিয়ে দেন নিউক্যাসল কিপার নিক পোপ। তবে ৮ম মিনিটে ভিতিনিয়ার দূরপাল্লার শটে এগিয়ে যায় স্বাগতিকরা। পিএসজির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের যোগ করা সময়ে জো উইলকের হেডে সমতায় ফেরে নিউক্যাসল। এর আগে ২২ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন পিএসজির তারকা খাভিচা কাভারাৎসখেলিয়া।
দ্বিতীয়ার্ধে দেম্বেলে সহজ সুযোগ মিস করলে আর জেতা হয়নি পিএসজির। এই ড্রয়ের ফলে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পিএসজি ১১তম এবং সমান পয়েন্ট নিয়ে নিউক্যাসল ১২তম স্থানে থেকে লিগ পর্ব শেষ করল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.