বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নতুন করে অস্বস্তিকর বাস্তবতা সামনে এলো। আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে সর্বশেষ অবস্থানে রয়েছে বিপিএল। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত সাম্প্রতিক এক মূল্যায়নে বিপিএলকে বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এই র্যাংকিংয়ে আইসিসি স্বীকৃত মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের তুলনামূলক বিশ্লেষণ করা হয়। সেখানে বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক মান—এই চারটি সূচককে ভিত্তি ধরে অবস্থান নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এই চার ক্যাটাগরির মধ্যে তিনটিতেই সর্বনিম্ন স্কোর পেয়েছে বিপিএল। শুধু স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার একটি সূচকে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ সর্বশেষ স্থানে থাকলেও বিপিএল সেখানে রয়েছে নবম অবস্থানে।
ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে বিপিএলের মান ও গ্রহণযোগ্যতা ক্রমাগত কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নানা ধরনের অব্যবস্থাপনা, আর্থিক জটিলতা এবং প্রশাসনিক অনিয়মের কারণে টুর্নামেন্টটির ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মূল্যায়নে উঠে এসেছে।
দ্য ক্রিকেটার-এর প্রতিবেদনে আরও বলা হয়, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বিপিএল—এই দুটি লিগই র্যাংকিংয়ের তলানিতে অবস্থান করছে। এসব বিষয় টুর্নামেন্টগুলোর সামগ্রিক মান ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এক সময় বিপিএলকে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় লিগ হিসেবে ধরা হলেও, সাম্প্রতিক এই বৈশ্বিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটির মান ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিল।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.