ঠাকুরগাঁওয়ে গভীর রাতে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিলবোর্ড ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঠাকুরগাঁও শহর।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক রাত ২টার দিকে শহরের জেলা স্কুল বড় মাঠ এলাকায় স্থাপিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের বিলবোর্ড ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনার সময় আশপাশে তেমন লোকজন না থাকায় তারা নির্বিঘ্নে ভাঙচুর চালিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে পাশের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুই জন যুবককে বিলবোর্ড ভাঙচুর করতে দেখা যায়। ফুটেজটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে আজ বুধবার সকালে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এই ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনার খবর পেয়েছি অভিযোগের ভিত্তিতে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.