বিশ্বজুড়ে জনপ্রিয় টিকটক তারকা সেরিঞ্জে খাবানে লামে—যিনি খাবি লামে নামেই বেশি পরিচিত—ডিজিটাল ক্রিয়েটরদের ইতিহাসে এক বড় আর্থিক চুক্তি সম্পন্ন করেছেন। তিনি তার প্রতিষ্ঠান স্টেপ ডিস্টিঙ্কটিভ লিমিটেড বিক্রি করেছেন প্রায় ৯০০ মিলিয়ন ডলার মূল্যে। খবর জ্যামাইকা অবজারভার। চুক্তির অংশ হিসেবে লামের একটি এআই-ভিত্তিক প্রতিলিপি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, যা বহু ভাষায় কনটেন্ট তৈরি, ভার্চুয়াল লাইভস্ট্রিম এবং ২৪ ঘণ্টা ডিজিটাল যোগাযোগে সহায়তা করবে। এর মাধ্যমে তার বৈশ্বিক দর্শকপাঠ আরও বিস্তৃত হবে।
যদিও তিনি প্রতিষ্ঠানটি বিক্রি করেছেন, পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা নেই। প্রায় ৩৬০ মিলিয়ন অনুসারী নিয়ে লামে রিচ স্পার্কল হোল্ডিংস-এর নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার হিসেবে থাকবেন। ফলে তিনি কেবল ব্র্যান্ডের মুখ নন, তার প্রভাবকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়িক কাঠামোরও অংশীদার হবেন।
বিজনেস ইনসাইডার আফ্রিকার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক রিচ স্পার্কল হোল্ডিংস এই লেনদেন সম্পন্ন করেছে এবং প্রথম ৩৬ মাসের জন্য লামের বৈশ্বিক ব্যবসায়িক কার্যক্রমে একচেটিয়া অধিকার পাবে। এই সময়কালে প্রতিষ্ঠানটি ট্রাফিক, সরবরাহ, পরিচালনা ও প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে লামের আন্তর্জাতিক উপস্থিতি জোরদার করবে। পূর্ণাঙ্গ বাস্তবায়নে বার্ষিক বিক্রি ৪ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে আশা করা হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে প্রিমিয়াম ব্র্যান্ড অংশীদারিত্ব এবং সৌন্দর্য, সুগন্ধি ও পোশাক খাতে যৌথ ব্র্যান্ডিং। এটি দেখায়, কীভাবে একজন ক্রিয়েটরের প্রভাব দীর্ঘমেয়াদি শিল্পভিত্তিক ব্যবসায় রূপ নিচ্ছে।
২৬ বছর বয়সী খাবি লামে বর্তমানে ইতালিতে বসবাস করেন; তার জন্ম সেনেগালে। অনলাইনে জটিল টিউটোরিয়ালকে নীরব, হাস্যরসাত্মক ভঙ্গিতে উপস্থাপন করে তিনি ভাষার সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান। প্রায় দুই বছর আগে তিনি হলিউডে ‘০০খাবি’ নামের একটি অ্যাকশন-কমেডি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.