‘পর্দানশিন নারীদের ভূতের মতো লাগে’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মো. তুহিন রানা।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন তিনি। তার ওই মন্তব্যের পর ক্যাম্পাস জুড়ে চলছে ব্যাপক সমালোচনা। তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি এম সুমন সরকারের করা ফেসবুক পোস্টে ছাত্রদল সহ-সভাপতি তুহিন রানা এই কটূক্তি করেন।
সম্প্রতি ‘জামায়াত নারীদের ওপর হামলার প্রতিবাদে নারী জামায়াতের মহাসমাবেশ’ শীর্ষক একটি সংবাদ শাখা শিবির সভাপতি তার ফেসবুক ওয়ালে শেয়ার করেন। সেখানে কমেন্টে তুহিন রানা লেখেন, ‘ওই সমস্ত মহিলাদের দেখলে ভয়ও লাগে, কালো রঙের পোশাক। কেমন জানি ভূতের মতো। নারীদের দিয়ে প্রচারণা করার প্রবণতা এত কেন?’
এ বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাসনা হেনা মিম বলেন, পর্দা একজন নারীর ধার্মিকতার প্রতীক। এ পোশাক নিয়ে সমালোচনা করা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন মানুষ কখনো বলতে পারে না পর্দানশিন মেয়ে ভূতের মতো দেখতে। এটি নারীর নিজস্ব চয়েজ। ইসলামে পর্দা করা নারীদের জন্য ফরজ কাজ। ছাত্রদলের ওই নেতা এক্ষেত্রে মুসলিম নারীদের পর্দার বিধানকে অবমাননা করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আহমাদুল হক আলবীর বলেন, পর্দানশীল নারীদের ‘ভূতের মতো লাগে’ বলে মন্তব্য করে বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা কুরুচিপূর্ণ মানসিকতার পরিচয় দিয়েছেন। তার এই বক্তব্য নারীদের প্রতি চরম অবমাননাকর এবং নারীর মর্যাদার পরিপন্থি।
বেরোবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সুমন সরকার বলেন, পর্দা নারীদের সম্মান ও সৌন্দর্যের প্রতীক। একজন মা ও বোনের পর্দা মেনে চলার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যা তাদের ব্যক্তিগত বিশ্বাস ও অধিকার থেকে উৎসারিত। কিন্তু দুঃখজনকভাবে বেরোবি ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানা পর্দা নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি পর্দানশিন নারীদের উদ্দেশ্যে ‘ভূতের মতো লাগে, দেখতে ভয় লাগে’ এমন বক্তব্য দিয়ে শুধু নারীদের মর্যাদাকেই ক্ষুণ্ন করেননি, বরং তা সরাসরি ধর্মীয় বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার বহিঃপ্রকাশ করেছেন। আমরা এ ধরনের ধৃষ্টতাপূর্ণ ও অসহিষ্ণু মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন বলেন, তিনি (তুহিন) যদি এ ধরনের কোনো মন্তব্য করেন তাহলে তা সেটি একান্তই তার ব্যক্তিগত মতামত। এ বিষয়ে উনি ভালো ব্যাখা দিতে পারবেন। আমরা সব সময় নারীদের শ্রদ্ধা ও সম্মান করি।
অভিযুক্ত তুহিন রানা বলেন, হ্যাঁ, মহিলারা যখন কালো বোরকা হিজাব নেকাব পরে, তখন তাদের দেখতে কালো ভূতের মতো লাগে, আমি এই সেন্সে বলেছি।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.