পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান তারকা পেসার কেন রিচার্ডসন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নিজের অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন এই ডানহাতি পেসার।
রিচার্ডসন বলেন, ‘‘এই বিবিএল থেকেই আমি আমার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাচ্ছি। ২০০৯ সালের অভিষেকের পর আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার এখনই উপযুক্ত সময়।’’
ইনস্টাগ্রাম পোস্টে তিনি আরও লেখেন, ‘‘আমি আমার কোচ, প্রশাসন ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই সাউথ অস্ট্রেলিয়া ও দ্য নর্দার্ন ট্যারিটরি ক্লাব কর্তৃপক্ষকে।’
‘‘আমি আমার দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রতিনিধিত্ব করেছি। আমি কখনই কারো থেকে অধিক সুবিধা নেওয়ার চেষ্টা করিনি। আমি আশা করছি সবাই দেখে বুঝেছে যে, আমার স্বপ্নই ছিল একজন ভালোকেটা ক্রির হওয়া। এই স্বপ্নটা ছিল ছোটবেলা থেকেই।’’
২০০৯ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় কেন রিচার্ডসনের। জাতীয় দলের জার্সিতে তার ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘায়িত হয়নি। দেশের হয়ে খেলেছেন ২৫টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের স্কোয়াডে ছিলেন তিনি। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন রিচার্ডসন।
অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশ ছাড়াও আইপিএলের চারটি আসরে খেলেছেন তিনি। খেলেছেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্য হানড্রেড টুর্নামেন্টে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডানহাতি পেসারের।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.