ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে সরকারি নির্বাহী আদেশে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করা হবে।
এ প্রেক্ষিতে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টও একই দুই দিন সাধারণ ছুটি পালন করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করে। পাশাপাশি শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটিও ঘোষণা করা হয়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.