অস্ট্রেলিয়ার পরে এবার ফ্রান্স। ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনতে সোমবার (২৬ জানুয়ারি) দেশটির ন্যাশানাল অ্যাসেম্বলির সদস্যরা ভোট দিয়েছেন। নতুন এই বিল ১১৬-২৩-এর ব্যবধানে পাস হয়। এর পর দেশটির উচ্চকক্ষে যাবে বিলটি। খবর ডয়চে ভেলের।
বিলটির পক্ষে সওয়াল করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, অতিরিক্ত স্ক্রিনটাইম থেকে ফরাসি শিশু-কিশোরদের রক্ষা করা প্রয়োজন। সোমবারের এই ভোটের পরে তার এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন যে আমাদের শিশুদের মস্তিষ্ক যুক্তরাষ্ট্র বা চীনের প্ল্যাটফর্মের কাছে বিক্রি হবে না।
খবরে বলা হয়েছে, ফ্রান্সের খসড়া বিলটি ১৫ বছরের নিচে শিশু কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে লাগাম টানবে। শিক্ষামূলক প্ল্যাটফর্ম এবং এনসাইক্লোপিডিয়া জাতীয় প্ল্যাটফর্মগুলি এই নিষেধাজ্ঞারবাইরে থাকবে। বয়স যাচাই করার জন্য প্রতিটি প্ল্যাটফর্মকে নির্দিষ্ট প্রক্রিয়া রাখতে হবে।
ফ্রান্সে জুনিয়র স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ। এই বিলে সিনিয়র স্কুলকেও সেই আওতায় আনা হচ্ছে। ২০২৬ থেকেই এই নিষেধাজ্ঞা লাগু করতে চান আইন সভার সদস্যরা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.