রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনিকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেস জানিয়েছে, এই দুই ক্লাবই চুয়ামেনির জন্য প্রায় ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত।
গত এক বছরে রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারণে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে পড়েছেন চুয়ামেনি। মিডফিল্ডে খেলার নিয়ন্ত্রণ, প্রতিপক্ষের আক্রমণ আগেভাগে বুঝে নেওয়ার ক্ষমতা এবং শারীরিক শক্তিই তাঁর বড় গুণ।
লিভারপুল তাদের মিডফিল্ড আরও শক্তিশালী করতে চায়। ক্লাবটি এমন একজন খেলোয়াড় খুঁজছে, যিনি ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং দলকে ভারসাম্য এনে দেবেন। এই কারণেই চুয়ামেনিকে তাদের জন্য আদর্শ মনে করছে তারা।
অন্যদিকে, টটেনহ্যামও চুয়ামেনিকে ভবিষ্যৎ দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখতে চায়। ক্লাবটির বিশ্বাস, এখন তারা আরও প্রতিযোগিতামূলক দলে পরিণত হওয়ার জন্য প্রস্তুত, আর সে লক্ষ্য পূরণে চুয়ামেনি বড় ভূমিকা রাখতে পারেন।
তবে রিয়াল মাদ্রিদ চুয়ামেনিকে ছাড়তে আগ্রহী নয়। শুরুতে কিছুটা ওঠানামা থাকলেও ধীরে ধীরে তিনি দলে নিজের জায়গা পাকা করেছেন। রিয়াল কোচিং স্টাফের কাছেও তিনি এখন গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।
সব মিলিয়ে, বড় অঙ্কের প্রস্তাব এলেও আপাতত চুয়ামেনিকে রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছে রিয়াল মাদ্রিদ। অপ্রত্যাশিত কিছু না ঘটলে এই ফরাসি মিডফিল্ডার বার্নাব্যুতেই থাকছেন।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.