২০২৫ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশের সীমান্তবর্তী এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮ কোটি ২৮ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বিজিবির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান পণ্যের মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণ ও রৌপ্যসহ বিভিন্ন ভোগ্যপণ্য, পোশাক, কসমেটিক্স, খাদ্যদ্রব্য, বনজ সম্পদ এবং যানবাহন রয়েছে। এরমধ্যে ৬০ কেজি ৫৫৬ গ্রাম স্বর্ণ, ১৬৮ কেজি ২৪১ গ্রাম রৌপ্য, ১ লাখ ৭১ হাজার ১৯০টি শাড়ি, ১ লাখ ২৬ হাজার ৭৭৯টি থ্রিপিস, শার্ট পিস, চাদর ও কম্বল, ১ লাখ ৩৩ হাজার ৩৩৮টি তৈরি পোশাক এবং ১ লাখ ৫ হাজার ৩৭১ মিটার থান কাপড়।
এছাড়া ৬৮ লাখ ৭৬ হাজারের বেশি কসমেটিক্স সামগ্রী, ২ কোটি ৭ লাখের বেশি আতশবাজি, ১১ লাখ ৬৫ হাজার কেজি চিনি, ৩ লাখ ৫ হাজার কেজি পেঁয়াজ, ২ লাখ ৩৫ হাজার কেজি জিরা, ১ লাখ ৪০ হাজার ঘনফুট কাঠ, ৪ লাখ ৫৫ হাজার কেজি কয়লা, ১২ হাজার ২৯৪টি গরু ও মহিষ এবং ১ হাজার ৭০৮টি বিভিন্ন ধরনের যানবাহন জব্দ করা হয়।
একই সময়ে অবৈধ অস্ত্র উদ্ধারেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলে জানিয়েছে বিজিবি। তাদের উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৪টি পিস্তল, ১০টি রাইফেল, ২টি এসএমজি, ১৯টি হ্যান্ড গ্রেনেড, ৭৯টি হাত বোমা, ১৭৮টি ককটেল, ১ হাজার ৫০৯ রাউন্ড গোলাবারুদ, ৮টি মর্টার শেল এবং ৪টি মাইন রয়েছে।
২০২৫ সালে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে- ১ কোটি ৪৭ লাখের বেশি ইয়াবা ট্যাবলেট, ১০ কেজি ৪০৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১ লাখ ৩৩ হাজার বোতল ফেনসিডিল, ১ লাখ ৩০ হাজার বোতল বিদেশি মদ, ২২ হাজার ১৩৭ কেজি গাঁজা, ৫৫ কেজি ৬৩৬ গ্রাম হেরোইন, ১৩ কেজি ৬৪৭ গ্রাম কোকেনসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঔষধ ও নেশাজাতীয় ইনজেকশন।
বিজিবির তথ্যানুযায়ী, ২০২৫ সালে মাদক পাচার ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৩৩৪ জনকে আটক করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪ হাজার ২৩৮ জন বাংলাদেশি, ১২৪ জন ভারতীয় এবং ৭ হাজার ৩৬৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ বলছে, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.