রবিবার নর্থ লন্ডনে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জিতে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই আরও জমিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে প্যাট্রিক ডর্গু ও মাতেউস কুনিয়ার দুর্দান্ত গোলে ম্যাচের মোড় ঘুরে যায়।
এই ম্যাচ জিতলে আর্সেনাল ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার থেকে সাত পয়েন্টে এগিয়ে যেত। কিন্তু হারের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়। চলতি মৌসুমে ঘরের মাঠে এই প্রথম হারল মিকেল আর্তেতার দল।
এই জয়ে ২০১৭ সালের পর প্রথমবার লিগে আর্সেনালের মাঠে জয় পেল ম্যানইউ। তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। শিরোপা দৌড়ে তারা না থাকলেও, অন্তর্বর্তী কোচ হিসেবে মাইকেল ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ক্লাবে নতুন আশার সঞ্চার হয়েছে।
২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। সবকিছু তখন স্বাগতিকদের পক্ষেই যাচ্ছিল।
কিন্তু ৩৭ মিনিটে বড় ভুল করেন মার্টিন সুবিমেন্দি। তার ভুল পাস পেয়ে গোল করেন ব্রায়ান এমবেউমো। এতে ম্যাচে ফিরে আসে ইউনাইটেড।
৫০ মিনিটে দুর্দান্ত এক শটে দলকে এগিয়ে দেন ডর্গু। তার বাঁ পায়ের ভলি ক্রসবার ছুঁয়ে জালে ঢুকে যায়। ডেভিড রায়া কিছুই করতে পারেননি।
৮৪ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো কাছ থেকে বল ঠেলে গোল করলে সমতায় ফেরে আর্সেনাল। তখন মনে হচ্ছিল ম্যাচ ড্র হবে।
কিন্তু ইউনাইটেড থেমে থাকেনি। বদলি হিসেবে নামা কুনিয়া সামনে এগিয়ে গিয়ে ২৫ মিটার দূর থেকে নিচু শটে গোল করেন। রায়ার ঝাঁপও কাজে আসেনি। অতিথি সমর্থকদের উল্লাসে স্টেডিয়াম গর্জে ওঠে।
এই হারের পর আর্সেনাল টানা তিন ম্যাচে জয়হীন। তাদের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০। সিটি ও ভিলা আছে ৪৬ পয়েন্টে। ইউনাইটেডের পয়েন্ট এখন ৩৮।
গত সপ্তাহে ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছিল ইউনাইটেড। ক্যারিকের দ্বিতীয় দফার প্রথম ম্যাচেই সেই জয় আসে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.