সাতক্ষীরা সদর উপজেলার মুকুন্দপুর গ্রাম থেকে নিখোঁজের একদিন পর রিয়ান হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৫ জানুয়ারি) সকালে একটি মৎস্য ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ ঘেরে ফেলে রাখা হয়েছে।
নিহত রিয়ান সদর উপজেলার মুকুন্দপুর গ্রামের মো. শাহাদাত হোসেনের (সাজু) ছেলে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৩ জানুয়ারি বিকেলে নানার বাড়ি থেকে বের হওয়ার পর রিয়ান নিখোঁজ হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, ২৩ জানুয়ারি বিকেলে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুজন ব্যক্তি শিশুটিকে তুলে নিয়ে যায়। আশপাশের কয়েকটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলে দাবি করা হচ্ছে।
নিহত শিশুর মা নুসরাত জাহান রানী আবেগজড়িত কণ্ঠে বলেন, আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। কে বা কারা আমার সন্তানকে রাতে মেরে ফেলে রেখে গেছে, আমি বিচার চাই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, মৎস্য ঘের থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.