প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়শিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অপরাজিত থেকে শিরোপা জেতা সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শিরোপা জেতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের জানিয়ে ইউনূস বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।’
আজ ব্যাংককে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ফাইনালে ১৮-২ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা-লিপি আক্তাররা।
সাবিনাদের এই সাফল্য দেশের ভবিষ্যত প্রজন্মকে উজ্জীবিত করবে বলে মনে করেন ইউনূস। তিনি বলেছেন, ‘এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.