শীতকালীন দলবদলে হুলিয়ান আলভারেজকে দলে টানতে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে একাধিক ক্লাব। কিছুদিন আগেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহের কথা জানিয়েছিল বার্সেলোনা। এবার খবর এলো তাঁকে দলে নেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল।
ব্রিটিশ সংবাদমাধ্যম টক-স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলভারেজকে ছেড়ে দিতে রাজি হতে পারে তাঁর ক্লাব আতলেতিকো মাদ্রিদ। ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের সম্ভাব্য মূল্য ধরা হচ্ছে প্রায় ১০ কোটি ইউরো।
এর আগে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলার অধীনে ট্রেবল জেতেন আলভারেজ। ২০২৪ সালে আতলেতিকোতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৮৫ ম্যাচে ৪০ গোল করেছেন। সিটিতে খেলার সময় প্রিমিয়ার লিগে ৬৭ ম্যাচে করেন ২০ গোল।
আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তার সঙ্গে আলভারেজের রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। সিটি থেকে আতলেতিকোতে আলভারেজের যাওয়ার সময় এই বের্তাই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
জানুয়ারির দলবদল নিয়ে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা আগেই ইঙ্গিত দিয়েছেন। তাঁর মতে, চোট সমস্যা ও দলের গভীরতা বাড়াতে নতুন খেলোয়াড়ের দিকে নজর রাখা হচ্ছে।
এদিকে আলভারেজকে দলে নিতে পিছিয়ে নেই বার্সেলোনাও। স্প্যানিশ ক্লাবটিকেও আপাতত এগিয়ে রাখা হচ্ছে।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.