নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের শুরুটা ভালো করতে পারেননি লিওনেল মেসি ও তার দল ইন্টার মায়ামি। শনিবার রাতের ম্যাচে আলিয়ানজা লিমার কাছে ৩-০ গোলে হেরেছে মেজর লিগ সকারের জায়ান্ট ক্লাবটি।
গত ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুবার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথম এমএলএস কাপ জেতার পর এটিই ছিল মেসিদের প্রথম ম্যাচ। কিন্তু প্রত্যাশিত ফল তারা পায়নি। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্ব হলেও, ম্যাচের ৬৩ মিনিট খেলেছেন মেসি।
ম্যাচের প্রথমার্ধে দুই গোল হজম করে মায়ামি। পরে দ্বিতীয়ার্ধে তাদের জালে আরও একবার বল প্রবেশ করায় আলিয়ানজা লিমা। ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলটি করেন পেরুর স্ট্রাইক পাওলো গুইরেরো। ৬ মিনিট তিনিই করেন দ্বিতীয় গোল।
এরপর দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে লুইস রামোস গোল করলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় মায়ামির পরাজয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রিগো ডি পল। গোলবারের কাছে লুইস সুয়ারেজের পাস অরক্ষিত অবস্থায় পেয়েছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে মেরে বসেন তিনি।
এই ম্যাচে অবসর নেওয়া দুই তারকা জর্দি আলবা ও সার্জিও বুসকেতসকে পায়নি মায়ামি। প্রথমবারের মতো ক্লাবের জার্সিতে খেলতে নামেন সেইন্ট ক্লেয়ার, সার্জিও রেগুইলিয়ন ও ডেভিড আয়ালা।
আগামী সপ্তাহে কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো নাসিওনালের বিপক্ষে আরেকটি প্রাক-মৌসুম ম্যাচ খেলবে মায়ামি। আগামী ২১ ফেব্রুয়ারি এলএএফসি গ্যালাক্সির বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমের এমএলএস শুরু করবে তারা।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.