টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ–ও বাকি নেই। তবে নাটকীয়তা চলছে এখনও। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। বিষয়টি নিয়ে যখন ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা, তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান।
গতকাল (শনিবার) বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’
পিসিবি সভাপতির ওই বক্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মাঝে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘যদি পাকিস্তানও একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়া এবং এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার মতো বিষয় বিবেচনায় রয়েছে।’ সেই ভয়েই পাকিস্তান অবস্থান পাল্টালো নাকি বয়কটের গুঞ্জন তাদের কোনো কৌশল তা স্পষ্ট নয়।

আজ (রোববার) পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, সাদা বলের কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন। ১৫ সদস্যের ওই দলে বড় চমক– হারিস রউফের বাদ পড়া। যদিও কয়েকদিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে তাকে বাদ দেওয়া হতে পারে গুঞ্জন চলছিল। যদিও চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন ডানহাতি এই তারকা পেসার। তবে ফর্ম নিয়ে সমালোচিত বাবর আজম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।
প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক। সালমান আগার দলে আছেন– ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা ও শাহিবজাদা ফারহানের মতো তরুণরা। আর অভিজ্ঞদের মধ্যে আছেন– আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো যথারীতি হবে ভারতের বাইরে, শ্রীলঙ্কায়।
প্রকাশক: মোঃ শরিফুল ইসলাম। যোগাযোগ: মেডিকেল পূর্ব গেট, বুড়িরহাট রোড, রংপুর, বাংলাদেশ।
Copyright © 2026 RCTV ONLINE. All rights reserved.